Sheer-e-Bangla

Sheer-e-Bangla A K Fazlul Haque

Sheer-e-Bangla A K Fazlul Haque by Ahmed Firoze. Print: February 2017, Dhaka, Bangladesh. Subject: Biography. Cover Artist: Dhrubo Esh. Publisher: Bhashaprokash. Number of Pages: 64. Price: 100 taka. ISBN: 9789849137580

ভারত উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নায়ক জননেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, তাঁকে বাঙালি জাতীয়তাবাদের জনক বলা হয়। হিন্দু-মুসলমান মিলনের অগ্রদূত হিসেবে তাঁর অবদান সর্বজনবিদিত। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তিনি শোষিত-লাঞ্ছিত কৃষক-প্রজার মুক্তিদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক এবং স্বাধীন বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক। বলা হয়, এ কে ফজলুল হক-এর রাজনৈতিক জীবনের সাফল্যের মূলে ছিল তাঁর হিমালয়ের মতো সুউচ্চ ব্যক্তিত্ব ও দেবতাসুলভ মহিমামণ্ডিত চরিত্র।

একদিকে প্রতিভা, পাণ্ডিত্য, বুদ্ধি ও যুক্তি এবং অন্যদিকে আবেগ, উচ্ছ্বাস, সরলতা, উদারতা ও সহিষ্ণুতা ফজলুল হককে বিস্ময়কর ব্যক্তিত্বে পরিণত করেছে। তাঁর চরিত্রের অনেক ঘটনা নাটকীয়, অভাবনীয় ও বিস্ময়কর। বাংলার প্রকৃতির সঠিক প্রতিফলন ঘটেছিল তাঁর অবয়বে, তাঁর মন-মানসে ও সমগ্র সত্তায়। তিনি বাংলার মুখ; জন-গণ-মন-অধিনায়ক।

কবি ও প্রাবন্ধিক আহমেদ ফিরোজ ইতিহাসের নির্মম চোখে শেরে বাংলা কে ফজলুল হক-কে তুলে এনেছেন নতুন প্রজন্মের সামনে; পরিচয় করিয়ে দিয়েছেন তাঁর কৃতিত্ব ও অর্জনের সঙ্গে। এ গ্রন্থে তিনি সহজ ও সাবলীল ভাষার বর্ণন কৌশলের নিবিষ্টতায় ইতিহাসের আলোয় অঙ্কন করেছেন তাঁর ব্যক্তি ও রাজনৈতিক জীবনকে-যা এরই মধ্যে পাঠক চাহিদা তৈরি করেছে।

শেরে বাংলা কে ফজলুল হক : আহমেদ ফিরোজ বিষয় : জীবনী। প্রচ্ছদ : ধ্রুব এষ। প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৭। প্রকাশক : ভাষাপ্রকাশ। পৃষ্ঠা : ৬৪। মূল্য : ১০০ টাকা। আইএসবিএন : 9789849137580

সূত্র : https://www.rokomari.com/book/116625

Facebook Page : https://www.facebook.com/AKFazlulHaque.ShereBangla

Share us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *