Prem Rog Bilash

Prem Rog Bilash

Prem Rog Bilash (The Luxury of Falling in Love) by Ahmed Firoze. Print: Book Fair 2010, Dhaka, Bangladesh. Subject: Novel. Cover Artist: Dilan. Publisher:  Batighar Prokashoni. Number of Pages: 80. Price: 100 taka. ISBN: 9848729211

টিনএজ প্রেমের একটি সাংঘর্ষিক রূপ উঠে এসেছে এই উপন্যাসের গতি অন্বেষায়। নায়ক পাভেল চিত্রনাট্যকার ও পরিচালক। দুই নায়িকা-চরিত্র দিয়া ও সেবার বয়স পনেরো থেকে একুশ। মিথিলা চরিত্রটি ত্রয়ী প্রেমের এক বাঁক। উপন্যাস বিস্তৃতিতে যুক্ত হয়েছে নাটকপাড়ার আরো অনেক চরিত্র। নানা পর্যায়ের সাংস্কৃতিক কর্মীর যোগাযোগ এই জগতের বিভিন্ন অপ্রকাশিত ঘটনাকে কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এর মধ্য দিয়ে প্রেম কখনো পূত-পবিত্র ভালোবাসায় রূপস্বর উজ্জ্বল, কখনো রোগে-শোকে পরিতাপিত, কখনো-বা বিলাসে উৎকীর্ণ। গল্প ডাঙায় উপন্যাসিকের কলমে উঠে আসছে আরো অনেক সত্য কাহিনী-চরিত্র, প্রগাঢ় অনুভূতির ব্যপ্তিতে। তখনি উঠে এসেছে প্রশ্ন : কে থাকছে পাভেলের জীবনে, নাকি তিনজনই বসবে বিয়ের পিঁড়িতে? শেষ পর্যন্ত প্রেম-রোগ-বিলাস রোগ-বিলাস মুক্ত হতে পারবে তো? কবি ও গল্পকার আহমেদ ফিরোজ-এর ১ম উপন্যাস প্রেম রোগ বিলাস। গল্প বর্ণন ও চরিত্র গঠনে আধুনিক ভাবনার পরিচয় দিয়েছেন ঔপন্যাসিক।

প্রেম রোগ বিলাস : আহমেদ ফিরোজবিষয় : উপন্যাস। প্রকাশকাল : বইমেলা ২০১০। প্রকাশক : বাতিঘর। প্রচ্ছদ : ডিলান। পৃষ্ঠা : ৮০। মূল্য : একশত টাকা। আইএসবিএন : 9848729211

সূত্র : http://rokomari.com/book/64650

Facebook Page : https://www.facebook.com/TheLuxuryofFallinginLove

Share us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *