Kasayer Dokan - Ahmed Firoze

কসাইয়ের দোকান : আহমেদ ফিরোজ

কসাইয়ের দোকান
আহমেদ ফিরোজ

অল্পবয়স্ক বলদের মাথাটি দূরত্ব বজায় রেখে অন্ধ চোখে
হা করে দেখছে ছালতোলা মাংস ও মার্বেল পাথরের মাঝখানে
উদযাপিত বিশ্রামের ডাকিনী দিবস।
হোর্হের চোখে এ-কর্ম বেশ্যাবাড়ির চেয়ে ঘৃণ্যতর
রাস্তার পাশে সদর্পে নিজেকে জাহির করছে গোশতের বাজার
একখ- অপমান যেন!

হোর্হে বলছে, অন্যেরা মরে টরে গেছে, কিন্তু সে তো অতীতের কথা
যে অতীত মৃত্যুর জন্যে অতিশয় অনুকূল কাল ছিল।

আমার বিশ্বাস স্থির, এই তো যা কিছু
আর কিছুই হবে না দেখা, হবে না নতুন কিছু করা;
আমার বিশ্বাস আমার সকল দিন ও রাত তাদের দারিদ্র্য ও সমৃদ্ধিসমেত
ঈশ্বর ও মানুষের তাবৎ দারিদ্র্য ও সমৃদ্ধির মতো, বেশি নয়, আবার কমও নয়।

হোর্হে, একটু একটু করে সবকিছুতে হারছি
যদিও অন্য ফিরোজের সবকিছুতে ভেজাল দেয়া এবং মোল্লাগিরি করার
বিকৃত প্রবণতা সন্বন্ধে সম্যক অবগত আছি।

বিশ্বাস করুন, আমার নিজের মধ্যে নয় (যদি আমি অন্য কেউ হই)
আমি নিশ্চিত—যা ঘটুক না কেন?
হারিয়ে যাওয়া আমার নিয়তি—
এবং অন্য ফিরোজের মধ্যে কেবল আমার কিছু মুহূর্ত ও ধ্যান টিকে থাকবে।
তথাপি বলছি, বলদের মাথাটি দূরত্ব বজায় রেখে অন্ধ চোখে
আপনাকেই দেখছে, ধর্ষক নন তো!

রচনাকাল : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ঢাকা
(সাম্প্রতিককালে বাংলাদেশে ধর্ষণ-নির্যাতন ও
গুম-খুন বেড়ে যাওয়ায় শঙ্কিত আছি…
রাষ্ট্র বুঝি হেরে গেল!
ধর্ম বুঝি পরাজিত হলো!
সংস্কৃতি বুঝি মেরুদ- হারালো!
উৎসর্গ এই কবিতা তাদের জন্য, যারা
দেশকে ভালোবাসেন, মানুষকে
ভালোবাসেন নিজেকে পরিবারসমেত।)
Share us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *