Sundarban - Ahmed Firoze

সুন্দরবন আহমেদ ফিরোজ ধর্মযাজকের নিঃসঙ্গতা তাড়িয়ে বেড়াচ্ছে পাশে কয়লার স্তূপে শ্রমিকের লাশ এ কোনো খনি দুর্ঘটনা নয় সুন্দরবনে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে বাঘেরা-হরিণেরা মিলেমিশে থাকবে আলোর ভুবনে সুন্দরী গাছ সহজেই ফ্রেমে ধরা পড়বে পড়াশুনা করবে শ্রমিক পরিবার জেলে ও বনজীবীরা বড় স্কেচে ছবি আঁকা হবে ময়ূরের বানরের, পাগলের সাপ ও কেঁচোর দুর্ভিক্ষ থাকবে না সলতেবাতির আগুনে উনুন জ্বলবে না পরিবেশ বাঁচবে শুধু গাছ বাঁচবে না মাছ থাকবে না জলে জলবায়ু-পরিবেশ ছাড়াও থাকবে মাছ কিংবা গাছ : জলবায়ু-পরিবেশ কারো জন্য দায়ী নয়… উষ্ণতা আসুক তোমার ঘরে মৃত সন্তানেরা কাঁদবে না!Read More →