Ma - Ahmed Firoze

মা আহমেদ ফিরোজ এখনো তোমার মোটা কাপড়ের আঁচল ছাড়িনি দুধের বাটি লুকিয়ে রেখেছি ঠোঁটে স্নানের জন্য বকুনি এখনো পিঠে হাত বুলোয় সেন্ডেলজোড়া লুকিয়ে রেখে খালি পায়ে আর মাঠে যাওয়া হয় না পায়ের তালুতে কাটা বিঁধেছে, না সন্ধ্যা করে ঘরে ফেরা রোজ রোজ তোমার দেখা হয় না, শাসনের টান ভুলে যাচ্ছি যেন কাঁচা আমের বোটার কষে খালি গায়ে আর দাগ লাগে না মনের দাগ কিছু মুছে ফেলি, আয়নায় মুখ দেখি অচেনা নয়, তবু কতটুকু তারে আমি চিনি! এখনো তোমার সোনা ডাক ভুলে যাইনি এখনো তোমার স্মৃতি মন থেকে হারাইনি। গ্রামকে দেখি, গ্রামের মানুষ দেখি, মানুষের মুখ দেখি তোমাকেই দেখি, নদীকূলে ছলাৎ ছলাৎ শব্দ ভেঙে জেগে উঠিRead More →