Telomerase - Ahmed Firoze

টেলোমেরেস আহমেদ ফিরোজ টেলোমেরেস সুরক্ষা আবরণ টুপিগুলো যত্মে বেড়ে উঠুক তুমি ভয় পেয়ো না গালে-মুখে ব্রণ সে তো ক্রোমোজোম প্রান্ত-সুরক্ষা ফিতার প্রান্তে লাগানো প্লাস্টিক আবরণ যা ফিতার সুতাগুলোকে ছড়িয়ে যাওয়া থেকে করবে বিরত তুমি ভয় পেয়ো না তারুণ্য তোমাকে আঁকড়ে থাকবে… তুমি ব্রণ হওয়ার স্মৃতি নিয়ে আনন্দিত হতে পারো এ যেন সমস্যা নয় কোনো, শাপে বর পাওয়া এই দাগ তোমাকে সজীব করে তুলবে চেহারায় অন্যদের তুলনায় রক্তের কোষে কোষে জন্মগত সুরক্ষা বাঁধবে বাসা তখন তুমি অনেক দেরিতে তোমার বুড়িয়ে যাওয়া দেখবে জিন নিয়ন্ত্রণ করবে কোষের মৃত্যুঝুঁকি আর নয় অকালবার্ধক্য, তারুণ্য করবে জয় লম্বা টেলোমেরেস।Read More →