Jasimuddin

Jasimuddin by Ahmed Firoze. Print: February 2009, Dhaka, Bangladesh. Subject: Biography. Cover Artist: Sabyasachi Hazra. Publisher:  Kotha Prokash.  Number of Pages: 64. Price: 70 taka. ISBN: 9847012000526 জসীমউদ্ দীন বাংলাদেশের খাঁটি কবি। তাঁর কাব্যে পূর্ব বাংলার পল্লীজীবনের নৈসর্গিক চিত্র-তার স্বাভাবিক মাধুর্যে ফুটে উঠেছে। বাংলার পল্লী-সঙ্গীতের সুরে রচিত তাঁর গানগুলি এদেশের অধিবাসীদের মনকে মাতিয়ে তোলে। তাঁর এইসব গানের মধ্যে বাংলার পল্লী গ্রামের সহজ-সরল প্রাণের সুরটিই উঠে এসেছে-খুব সহজে। সে কারণে তিনি পল্লীকবি হিসেবে সমধিক পরিচিত। ছাত্রজীবনেই তাঁর কবি-প্রতিভার বিকাশ ঘটে। কলেজে অধ্যয়নকালে ‘কবর’ কবিতা রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেন। গ্রামীণজীবনের নিখুঁত চিত্র তাঁর কবিতায় কুশলতার সঙ্গে অঙ্কিত। এ-অঙ্কনরীতিতে আধুনিক শিল্প-চেতনার ছাপ সুস্পষ্ট। পল্লীকবির ব্যঞ্জনাময় জীবনচরিতRead More →