Shwapnoghori - Ahmed Firoze

স্বপ্নঘড়ি আহমেদ ফিরোজ ছেলেটি মেয়েটিকে বলল, তুমি কি স্বপ্নঘড়ি পরবে? মেয়েটি ঠোঁটের কোণে একবিন্দু হাসি ঢেলে বলল, ও স্বপ্নঘড়ি! দেবে তুমি? ছেলেটি সম্মতিসূচক মাথা দোলাল। মেয়েটি পুনশ্চ হাসি ছুঁড়ে দিল ছেলেটির অস্ফুট চোখের কাচে। ছেলেটি বড় বড় চোখ করে তাকাল—নদীর জোয়ার জলের মতন শীতলোষ্ণতায়। মেয়েটি সলাজে চোখ নিচু করল। ছেলেটি হাত বাড়াল, মেয়েটি ছেলেটির হাত থেকে স্বপ্নঘড়ি পরে নিল। ছেলেটি মেয়েটির গলায় চাঁদঘড়ি পরিয়ে দিল, ঠোঁটে কাঁপনঘণ্টা, চোখে আলোঘণ্টা, মাথায় সূর্যটিকলি। মেয়েটি নরম করে হাসল। ছেলেটি ঠোঁট মেলাল। মেয়েটি বুকপকেটে লুকিয়ে রাখা জোনাকপোকার বন্ধদুয়ার খুলে দিল। ছেলেটি সবিস্ময়ে চেয়ে রইল আকাশভাঙার দিন চেয়ে। মেয়েটি সমুদ্রস্নানের পূর্বাভাসে উঠে দাঁড়াল। ছেলেটি হাঁটুভাঙা নদীর মতন পড়ে রইল ডাঙায়।Read More →