সাঁওতালি ট্র্যাজেডি, বাংলাদেশ ২০১৬ : আহমেদ ফিরোজ
সাঁওতালি ট্র্যাজেডি, বাংলাদেশ ২০১৬ আহমেদ ফিরোজ ঈশ্বর সাঁওতালদের ভুলে গেছেন সাঁওতালি গ্রামে কান্না আর হাহাকার স্থানীয় পুলিশ ও প্রশাসনের তাণ্ডবে তারা স্তম্ভিত নিহত হয়েছেন হেমব্রম, মার্ডি, রমেশ; সাঁওতাল নারী, কখনো তোমার খোঁজে কেউ মর্গে যাবে না সন্ত্রাসী, পুলিশের অত্যাচার আর গ্রেপ্তারের ভয়ে খুঁজে পাওয়া যাবে না স্বজনদের, সাঁওতালেরা বিভীষিকায় থাক স্তব্ধ আমি রাষ্ট্র বলছি, গ্রামে আগুন লাগানো হয়েছে পুলিশ নিশ্চুপ কে বা কারা আগুন দিয়েছে, তারা জানে না! মাদারপুর, জয়পুরে লুটপাট চালানো হলো প্রকাশ্যে ভয় ও আতঙ্কে গ্রামের মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে গির্জাঘরে এখানে ঈশ্বর আছো, নাকি দেখছো মানুষ কত ভয়ংকর ও বর্বর হতে পারে, কিস্কু, চরন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন বৃদ্ধা মুংলি সরেন বুলেটবিদ্ধ,Read More →