অস্তিত্ব ও টিকটিকি : আহমেদ ফিরোজ
অস্তিত্ব ও টিকটিকি আহমেদ ফিরোজ আমি বেঁচে আছি এই উপলব্ধিটাই সব থেকে বড় কথা বেঁচে থাকার অর্থই হলো নিরবচ্ছিন্ন সংগ্রাম অযৌক্তিক অকারণ বাধার বিরুদ্ধে লড়াই। মানুষের যা-কিছু মহৎ—যা-কিছু একান্ত প্রিয় যুদ্ধের বর্বরতা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় তাহলে আমরা বেঁচে আছি কেন? সংসারে আমাদের এই অস্তিত্বের, এই বেঁচে থাকার কী অর্থ? পৃথিবীতে যদি মানুষ না থাকত তাহলে কার কী ক্ষতি হতো? মানুষের জীবন জটিল এও চিন্তার খোরাক জোগায়! সমাজ, সংসার, পারিবারিক মর্যাদা সবকিছুই কি মানছে মানুষ? মানুষের সৌন্দর্য বাইরে নয় আর অন্তর সুন্দর হলে তার ছাপ পড়বেই বাইরে। ঈশ্বরলাভের জন্য সাধারণ মানুষের যে-চেষ্টা তা বরাবরই একটা চেষ্টামাত্র তার বেশি কিছু নয়। যুদ্ধ ও প্রেমের ক্ষেত্রেRead More →