Shadhinotar Ghoshok, Songbidhan Ebog Bongobondhu (The Announcer of Freedom, Constitution and Bongobondhu) Edited by Ahmed Firoze. Print: February 2009, Dhaka, Bangladesh. Subject: Books about Libaration War. Cover Artist: Sabyasachi Hazra. Publisher: Mizan Publishers. Number of Pages: 160. Price: 200 taka. ISBN: 9847005000656
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতীয় চেতনার মহান কবি, মহাকালের মহামানব। তিনি জাতির জনক হিসেবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। তাঁর জীবনদর্শন ও বেড়ে ওঠা যে-কোনো বাঙালির কাছেই ঈর্ষণীয়। ইতিহাস তাঁকে মহান করেছে মহত্বের জন্য, সর্বজনীন আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞার দৃঢ়তায়। তাঁকে নিয়ে যে-কোনো ধরনের বিরূপ মন্তব্য নিজের গালে নিজেরি চপেটাঘাতের মতো। তবে তাঁকে অথবা যে-কোনো আদর্শকে স্বীকার করে নিয়ে তার ভুল-ত্রুটি তুলে ধরা যেতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু সমস্যা হয়, যখন একজন সেক্টর কমান্ডারের সঙ্গে তাঁকে তুলনা করা হয়, অথবা তাঁর দীর্ঘদিনের রাজনৈতিকজীবন ইতিহাসকে আলোচনায় না-এনে ঢালাওভাবে অন্য একজনকে হঠাৎ করে স্বাধীনতার ঘোষক হিসাবে প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা চলে। এটি নির্লজ্জতা, জাতির সঙ্গে চরমতম বিশ্বাসঘাতকতা। যদিও বাঙালির এ-দুটি স্বভাবই বেশ প্রখর ও টনটনে। সে-কারণে আমাদের গ্রহণ ও ত্যাগের তান্ত্রিকতা এককথায় আধুনিক নয়, কুসংস্কারাচ্ছন্ন।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অর্থাৎ আমি ভালোবাসি আমার দেশকে, আমার ভাষাকে, আমার এতদঞ্চলের মানুষকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালোবাসতেন তার দেশকে, তার ভাষাকে, দেশের মানুষকে। এই মহান মানুষকে নিয়ে আমাদের দেশের নানা মতাদর্শের মানুষের স্বতঃস্ফূর্ত লেখার একটি ক্ষুদ্র সমন্বয়-সমগ্র স্বাধীনতার ঘোষক, সংবিধান এবং বঙ্গবন্ধু। শিরোনামের কারণেই এখানে বিষয়ভিত্তিক লেখাও রয়েছে, আছে বাঙালির আত্মানুসন্ধানের প্রকৃত ইতিহাসও। কবি ও গবেষক আহমেদ ফিরোজ দক্ষতার সঙ্গে এ গ্রন্থ সংকলন ও সম্পাদনা করেছেন।
স্বাধীনতার ঘোষক, সংবিধান এবং বঙ্গবন্ধু। সম্পাদনা : আহমেদ ফিরোজ। বিষয় : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। প্রবন্ধ সংকলন। প্রচ্ছদ : সব্যসাচী হাজরা। প্রকাশকাল : একুশে বইমেলা ২০০৯। প্রকাশক : মিজান পাবলিশার্স। পৃষ্ঠা : ১৬০। মূল্য : ২০০ টাকা। আইএসবিএন : 9847005000656
সূত্র : http://rokomari.com/book/17894
Facebook Page : https://www.facebook.com/TheAnnouncerofFreedomConstitutionandBongobondhu