Beginning Philosophy

Shunnodarshon

Shunnodarshon (Beginning Philosophy) by Ahmed Firoze. Print: Ekushey Book Fair 2005, Dhaka, Bangladesh. Subject: Research & Article. Cover Artist: Sabyasachi Hazra. Publisher:  Shunno Prokashon. Number of Pages: 16. Price: 12.50 taka. ISBN: 9789848614290

শূন্যদর্শন বিশেষ কোনো মতাদর্শের আধুনিকীকরণ নয়-স্বতন্ত্র ধারায় বিবিক্তচিত্তে সে তার অস্তিত্বকে জানান দেয়, ধর্ম ও বিজ্ঞানের রাহুগ্রাস থেকে বের হয়ে আসার একপ্রকার তাগিদ-যা রূপকথার অন্নজলকামে টানে না, আবার বিজ্ঞানের ‘আধুনিক মানুষ’ও হতে চায় না; বরং চিরায়ত বাংলার লোকজ মরমি-সন্দর্শনে বাঁশি বাজিয়ে গান শুনিয়ে পরম আপন হতে চায়, এই সহজ চাওয়া এবং সহজ হয়ে ওঠা-দু’য়ের সেতুবন্ধনে নতুন ভাবনার স্বপ্নাধিকারে নিয়ে যায়; মনে করে এরই মধ্যে জগতের পুণ্য ও প্রাপ্তি, সেই সহজ মানুষের সন্ধানে শূন্যদর্শন। এটি কবি ও প্রাবন্ধিক আহমেদ ফিরোজ-এর ১ম চিন্তামূলক গ্রন্থ-যা পাঠক ও গবেষককে নিয়ে গেছে অন্য এক জানার জগতে, অদেখা চিন্তার আড়ালে নতুন দিনের সম্ভাবনায়।

Shunnodarshon

শূন্যদর্শন : আহমেদ ফিরোজ। বিষয় : প্রবন্ধ-গবেষণা (চিন্তা)। প্রচ্ছদ : সব্যসাচী হাজরা। প্রকাশকাল : বইমেলা ২০০৫। প্রকাশক : শূন্য প্রকাশন। পৃষ্ঠা : ১৬। মূল্য : ১২.৫০ টাকা। আইএসবিএন : 9789848614290

Shunnodarshon

Facebook Page : https://www.facebook.com/BeginningPhilosophy

Shunnodarshon দ্বিতীয় সংস্করণের ফ্লাপ থেকে—

শূন্যদর্শন বিশেষ কোনো মতাদর্শের আধুনিকীকরণ নয়-স্বতন্ত্র ধারায় বিবিক্তচিত্তে সে তার অস্তিত্বকে জানান দেয়, ধর্ম ও বিজ্ঞানের রাহুগ্রাস থেকে বের হয়ে আসার একপ্রকার তাগিদ—যা রূপকথার অন্নজলকামে টানে না, আবার বিজ্ঞানের ‘আধুনিক মানুষ’ও হতে চায় না; বরং চিরায়ত বাংলার লোকজ মরমি-সন্দর্শনে বাঁশি বাজিয়ে গান শুনিয়ে পরম আপন হতে চায়, এই সহজ চাওয়া এবং সহজ হয়ে ওঠা-দু’য়ের সেতুবন্ধনে নতুন ভাবনার স্বপ্নাধিকারে নিয়ে যায়; মনে করে এরই মধ্যে জগতের পুণ্য ও প্রাপ্তি, সেই সহজ মানুষের সন্ধানে শূন্যদর্শন

শূন্য থেকে আসি, শূন্যে মিলে যাই। ‘জন্মিলে মরিতে হবে’-অর্থে ব্যবহারবিধি পেলেও, গূঢ়ার্থে এর মর্ম উদ্ধার জরুরি। আসা-যাওয়ার এই যে পৃথিবী-রীতি তা থেকে আমরা মুক্ত নই। মুক্ত নই চিন্তার স্বাধীনতা থেকেও। সে কারণে জন্ম-মৃত্যুর মধ্যবর্তী অঞ্চল আমাদের অজানা থাকার কথা নয়। এ অঞ্চলের বিস্তৃতি ও বিকাশ, নির্বাণ ও নির্মিতিতে শূন্যের স্থিতি বিরাজমান। বেঁচে থাকার সঙ্গেই শূন্যের সম্পর্ক, আছি অর্থই শূন্য, নাই অর্থই না-শূন্য। তাহলে ছোট-বড় এইসব অসংখ্য অযুত শূন্য সম্পর্কে অল্প করে হলেও জানা থাকা দরকার।

জানা দরকার, মস্তিষ্কের ব্যবহার ও প্রয়োগরীতি সম্পর্কেও-যা কোনোভাবেই সীমাবদ্ধতা নয়, বিস্তারের স্বরূপযাত্রায় সবিবেচিত। বিস্তার বিকাশে স্বপ্রাণায়াম। প্রাণের অস্তিত্বের সঙ্গে শূন্যের যেমন সম্পর্ক, প্রাণপাতেও শূন্যের সম্পর্ক শেষ হয়ে যায় না। তখনই বিশেষভাবে লক্ষ করার বিষয় এবং প্রশ্ন ওঠে-শূন্যমুক্ত হওয়া যায় কি? উত্তরও শূন্য, কারণ শূন্যের উত্তরের সমাধান শূন্যতেই।

সে-কারণে শূন্যমুক্তির জায়গায় খত, শূন্যযুক্তির জায়গায় সৎ। অর্থাৎ শূন্য থেকে মুক্তি নেই, জন্মেই যেখানে শূন্যের যুক্ততা ও প্রকাশ যুক্ত হয় এবং সৃষ্টির রূপারূপগ্রাহ্যতা তৈরি করে, সেখানে সমগ্র জীবন একটি শূন্যের ওপর দাঁড়িয়ে যায়-যা পৃথিবীকাল বা জগৎধ্বংসকাল পর্যন্ত টেকসই রূপ পায়, অর্থাৎ মজবুত কাঠামোয় দাঁড়িয়ে যায়। মিশরের পিরামিড, সুউচ্চ দালান, প্রকৃতি ও উল্লিখিত প্রশ্নসমগ্র সৃষ্টিজগৎ, বৃহদার্থে সৌরমণ্ডলী কি শূন্যের ওপর দাঁড়িয়ে নয়? উত্তর-হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থান্তরে শূন্য দ্বারা পরিচালিত হচ্ছে বা টিকে থাকছে পুরো পৃথিবী, প্রকৃতি ও মানুষ এবং সৃষ্টিবিস্ময় সমগ্র সৌরজগৎ।

ধরা হয়, ভারতবর্ষে শূন্যতত্ত্বের উদ্ভব ও বিকাশ। কিন্তু চর্চার অভাবে আজ তা প্রায় দূর-পরিচিত। অনাত্মীয় হয়ে পড়ছে দিনে দিনে। ভেতর থেকে শূন্যের সেই শক্তিকে জাগিয়ে তোলা তথা আত্মদর্শনই শূন্যদর্শন এবং শূন্যতত্ত্বের মূল কথা। অর্থাৎ পৃথিবীজীবনের মানুষযাত্রাই শূন্যতত্ত্বের প্রকৃত দর্শন, যেখানে সুখ-শান্তি, সুন্দর ও কল্যাণের বিষয়াবলি সম্পর্কিত। ব্যাখ্যা-বিস্তৃতিতে, ছোটখাটো উদাহরণ-রীতিতে, মনে নেয়ার সংস্কৃতিতে হাঁটি হাঁটি পা পা করে যাত্রা হলো শুরু, এবার হাঁটতে থাকুন, কত বছর হেঁটেছেন, আর কত বছর হাঁটবেন, প্রশ্ন করুন নিজেকেই, উত্তর নিশ্চয়ই মিলবে শূন্যদর্শনে।

কবি ও গবেষক আহমেদ ফিরোজ-এর গবেষণালব্ধ অনন্য একটি দর্শন গ্রন্থ শূন্যদর্শন। বর্ধিত কলেবরে প্রকাশিত এ গ্রন্থ মানুষের শূন্যযাত্রাকে আপ্লুত করবে, চিন্তার বহুবিস্তৃত যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে আরো বহুদূর…

Shunnodarshon

শূন্যদর্শন : আহমেদ ফিরোজবিষয় : প্রবন্ধ-গবেষণা (পরিবর্ধিত ২য় সংস্করণ) । প্রচ্ছদ : সব্যসাচী হাজরা। প্রকাশকাল : ২০১১, ১ম প্রকাশ : বইমেলা ২০০৫ (শূন্য প্রকাশন)। প্রকাশক : মিজান পাবলিশার্স। পৃষ্ঠা : ১১২। মূল্য : ১৩৫ টাকা। আইএসবিএন : 9789848614297

সূত্র : rokomari.com 
Facebook Page : Shunnodarshon
Shunnodarshon

শূন্যদর্শন অনলাইন বুক শপে অর্ডার করতে ক্লিক করুন

Share us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *