Firey Dekha 15 August (15th August in Retrospect) Edited by Ahmed Firoze. Print: Ekushey Book Fair, February 2011, Dhaka, Bangladesh. Subject: Books about Libaration War. Cover Artist: Dhrubo Esh. Publisher: Kotha Prokash. Number of Pages: … . Price: 200 taka. ISBN: 9847012001882
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা : বড় মানুষ হতে হলে, বড় মন লাগে। শেখ মুজিবুর রহমান-এর সেই বড় মন ছিল। আর ছিল বলেই তাঁর আশ-পাশেই বেইমান, বিশ্বাসঘাতক-মীরজাফরেরা আস্তানা গড়ে তুলতে পেরেছিল; রাতের গোপন আঁধারে আপাতসংগঠিত শক্তির কাছে সপরিবারে নিহত হন এবং ন্যাক্কারজনকভাবে সেইসব কুচক্রী সেনা-সদস্য ও মাথা নত করানোর বহিরাগত শক্তির দ্বারা হত্যাকাণ্ডটি ঘটেছিল। আর এর মধ্য দিয়ে বাঙালি জাতি তার পিতৃতুল্য মহামানব বাংলার অবিসংবাদিত মহানায়ককে খুবই দুঃখজনকভাবে হারিয়েছিল। দেশপ্রেমিক জনগণ ঐসব ঘাতক-খুনিদের কখনোই ক্ষমা করতে পারে না, ক্ষমা করতে পারে না-তাদের স্বকৃত খুনি ঘোষণাকেও। বাঙালি জাতির আরেক কলঙ্কিত অধ্যায় ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি-যা বাতিলের মধ্য দিয়ে সেইসব আত্মস্বীকৃত খুনিদের বিচারের কাঠগড়ায় শত বাধা-বিঘ্ন পেরিয়ে দাঁড় করিয়েছে এবং বিচারের রায়ও কার্যকর হয়েছে। আর এই ঐতিহাসিক রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি তার কলঙ্কজনক একটি অধ্যায়ের সমাপ্তি দেখতে পেয়েছে। এখন যতশীঘ্র সম্ভব বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা; যার মধ্য দিয়ে এই মর্মন্তুদ ঘটনার বিচারের আপাত পরিসমাপ্তি ঘটবে। তবু ক্ষত থেকে যাবে অনাদিকাল-প্রতিজন বাঙালি অন্তরেই। ভাষা, সাহিত্য ও মুক্তিযুদ্ধ গবেষক তরুণ কবি আহমেদ ফিরোজ দক্ষতার সঙ্গে এই মর্মন্তুদ ইতিহাসকে তুলে ধরেছেন পরম শ্রদ্ধায়, পরম মর্যাদায়-যা বাঙালির আত্মজাগরণের পথকে চিহ্নিত করেছে দেশপ্রেমের স্বোপার্জিত অহংকারে। আর এ ইতিহাস ত্যাগ ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে প্রতিজন বাঙালিকে আরো জাগরূক করে তুলেছে। ফিরে দেখা ১৫ আগস্ট তারই অর্জন ও নতুন পথের সন্ধান।
ফিরে দেখা ১৫ আগস্ট, সম্পাদনা : আহমেদ ফিরোজ। বিষয় : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। প্রবন্ধ সংকলন। প্রচ্ছদ : ধ্রুব এষ । প্রকাশকাল : একুশে বইমেলা, ফেব্রুয়ারি ২০১১ । প্রকাশক : কথাপ্রকাশ । পৃষ্ঠা : …। মূল্য : ২০০ টাকা । আইএসবিএন : 9847012001882
সূত্র : rokomari.com
Facebook Page : ফিরে দেখা ১৫ আগস্ট
‘ফিরে দেখা ১৫ আগস্ট’ মুক্তিযুদ্ধের গবেষণাভিত্তিকগ্রন্থটি অনলাইন বুক শপে অর্ডার করতে ক্লিক করুন