writersdictionary BD

বাংলাদেশ লেখক অভিধান

বাংলাদেশ লেখক অভিধান : কিছু কথা…

বাংলাদেশ লেখক অভিধান। সম্পাদক : আহমেদ ফিরোজ।
একটা কথা বেশ জোর দিয়ে মনে হচ্ছে, কবি-সাহিত্যিকদের জীবনবৃত্তান্তে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পরিচিতি যুক্ত করা যেতে পারে। কারণ এ প্রতিষ্ঠানগুলো তাঁর গুরু-আলয় এবং পরিচিতিরও একটি বড় জায়গা যেমন, তেমনি এইসব প্রতিষ্ঠানও তার কৃতি-অকৃতি, বিশেষ করে কৃতি ছাত্র-ছাত্রীদের নানাভাবে স্মরণ করে, করা উচিতও…


একজন মানুষের (নাগরিকের) দেশ, জাতি ও ধর্ম পরিচয়ও বিশেষ গুরুত্বপূর্ণ। এ-বিষয়গুলোও এড়িয়ে যাওয়া হয়তো উচিত নয়। বিশেষ করে, স্থানীয় বা বাংলায় পরিচিতি বাদ দিয়ে যখন ইংরেজিতে জীবনবৃত্তান্ত তুলে ধরা হয়, তখন এ-বিষয়গুলো খুবই দরকারি হয়ে পড়ে। সে-কারণে এগুলোও যুক্ত করার পক্ষে…
[যে-অংশে আমরা বলছি বা লিখছি,
কার্ল হাইনরিস মার্কস জার্মান সমাজবিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা। তিনি প্রুশিয়া সাম্রাজ্যের নিম্ন রাইন প্রদেশের অন্তর্গত Trier নামক স্থানে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন।
অথবা—
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাঙালি কবি ও নাট্যকার। তিনি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন।]
এগুলো পরিচিতির কোন অংশে, কিভাবে যুক্ত করা যায় (কতটুকু যোগ অথবা কতটা বিয়োগ করে)—সে ব্যাপারেও পরামর্শ দিতে পারেন…


সাহিত্য পত্রিকা ও লিটলম্যাগ পরিচিতির ক্ষেত্রে, কাগজের পরিচিতির পাশাপাশি সম্পাদকের পরিচিতিও আবশ্যক। এ-দুটি পরিচয় পূর্ণাঙ্গ হওয়াই ভালো…


আরেকটি কথা : তথ্য দিতে যাঁরা কুণ্ঠাবোধ করেন অথবা অপরাগতা প্রকাশ করে অসহযোগিতা করেন, তাঁদের এ-জাতীয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত না-হওয়াই ভালো…


আমরা সবার অংশগ্রহণ চাই, ভালোবাসা। পরামর্শ দেবেন, আলোচনা-সমালোচনা করবেন, তবেই কাজগুলো পূর্ণাঙ্গ হবে, প্রাণ পাবে…

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন…

আহমেদ ফিরোজ
১ জুন ২০১৮
ঢাকা, বাংলাদেশ

উল্লেখ্য, আমরা আগে যে তথ্যগুলো লেখক অভিধানে যোগ করতে চেয়েছি : ১. নাম (লেখকের, ইংরেজি বানানসহ), ২. সার্টিফিকেট অনুযায়ী পুরো নাম, ৩. ডাক নাম (যদি থাকে), ৪. জন্মতারিখ, সাল ও জন্মস্থান, ৫. পৈতৃক নিবাস, ৬. স্থায়ী ঠিকানা, ৭. মাতৃনিবাস, ৮. বর্তমান ঠিকানা, ৯. পিতা ও মাতার নাম, ১০. স্ত্রী-স্বামীর নাম (বিয়ের তারিখ ও সালসহ), ১১. বড় ও ছোট কয় ভাই কয় বোন, ১২. কয় ছেলে-মেয়ে (নাম ও জন্ম তারিখ-সালসহ), ১৩. শিক্ষা (প্রতিষ্ঠান ও ডিগ্রির নাম সালসহ), ১৪. পেশা (সর্বশেষ প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ স্থানসহ), ১৫. সম্পাদিত পত্রিকা (প্রথম কত সালে প্রকাশিত, এ-পর্যন্ত কত সংখ্যা বেরিয়েছে), ১৬. লেখার বিষয় কি কি, ১৭. প্রকাশিত গ্রন্থ (সংখ্যা, বিষয় ও প্রকাশসাল উল্লেখপূর্বক), ১৮. অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদান, ১৯. উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা, ২০. মোবাইল নাম্বার, ইমেইল ও ওয়েব ঠিকানা (যদি থাকে), এবং ২১. এককপি ছবি।

—এসব বিষয়েও পক্ষে-বিপক্ষে মত আসতে পারে।

যে কোনো যোগাযোগ ও তথ্য পাঠানোর মেইল : writersdictionarybd@gmail.com

Share us

Leave a Reply

Your email address will not be published.