Book banner

অভিধান প্রকাশনা ও তথ্য-বিজ্ঞপ্তি

আপনি যতটুকু লেখক-তথ্য (কবি-সাহিত্যিক পরিচিতি) পাঠিয়ে আনন্দবোধ করেন, ততটুকুই পাঠাবেন।

আমরা নিচের তথ্যগুলো সংগ্রহ করবার চেষ্টা করেছি। কিন্তু একজন লেখক : কবি-সাহিত্যিক স্বাধীনভাবে লেখালেখি করেন, সে-কারণে তিনি স্বাধীনভাবে লেখক-তথ্যও প্রচার করবেন। আপনার মতামতের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত।

লেখক-তথ্য পাঠানোর ঠিকানা/মেইল : writersdictionarybd@gmail.com

উল্লেখ্য, প্রায় কাছাকাছি সময়ে অভিধান-গ্রন্থ প্রকাশিত হবে দুটি।
১. বাংলা ভাষার লেখক অভিধান।
(বাংলাদেশ ও ভারত-সহ বিশ্বের যে-কোনো প্রান্তের বাংলা ভাষাভাষি কবি-সাহিত্যিক।)
২. বাংলাদেশ লেখক অভিধান।
(শুধুমাত্র বাংলাদেশে জন্মগ্রহণকারী ও নাগরিক কবি-সাহিত্যিক।)

একজন কবি-সাহিত্যিকের যেসব তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করেছি :
১. নাম, ২. সার্টিফিকেট অনুযায়ী পুরো নাম, ৩. ডাক নাম (যদি থাকে), ৪. জন্মতারিখ, সাল ও জন্মস্থান, ৫. পৈতৃক নিবাস, ৬. স্থায়ী ঠিকানা, ৭. মাতৃনিবাস, ৮. বর্তমান ঠিকানা, ৯. পিতা ও মাতার নাম, ১০. স্ত্রী-স্বামীর নাম, ১১. বড় ক ভাই ক বোন, ছোট ক ভাই ক বোন, ১২. কয় ছেলে-মেয়ে, ১৩. শিক্ষা (প্রতিষ্ঠান ও ডিগ্রির নাম-সালসহ), ১৪. পেশা (সর্বশেষ প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ স্থানসহ), ১৫. সম্পাদিত পত্রিকা (কয়টি, প্রথম কত সালে প্রকাশিত, এ-পর্যন্ত কত সংখ্যা বেরিয়েছে), ১৬. লেখার বিষয় কি কি, ১৭. প্রকাশিত গ্রন্থ (কয়টি, নাম, বিষয় ও প্রকাশসাল উল্লেখপূর্বক), ১৮. অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদান, ১৯. উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা, ২০. মোবাইল নাম্বার, ইমেইল ও ওয়েব ঠিকানা (যদি থাকে) এবং সোশ্যাল মিডিয়া লিংক (একাধিক/বিভিন্ন হতে পারে), ২১. এককপি ছবি।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখক-তথ্য প্রেরণের অনুরোধ। বাংলা ভাষায় অভিধানগ্রন্থ প্রকাশিত হবে। আর, বাংলা ও ইংরেজি উভয় ভাষার তথ্য authorworldbd.com-এ (আন্তর্জাতিকভাবে) প্রকাশিত হবে। যেন, বইটি (অভিধানগ্রন্থ) হাতের নাগালে না-থাকলেও, বিশ্বের যে-কোনো প্রান্ত থেকে তথ্য দেখা ও শেয়ার করা যায় এবং আগ্রহী পাঠক, গবেষক ও প্রকাশকগণ সরাসরি তথ্য পাঠ, সংগ্রহ ও যোগাযোগ করতে পারেন।

আপনার শুভচিন্তাযোগ আনন্দময় জীবন কামনা করছি।
নিরাপদ থাকুন, ভালো থাকুন।

আহমেদ ফিরোজ
(সম্পাদক)

লেখক-তথ্য পাঠানোর নমুনা কপি

১. নাম : দুখু মিয়া।
২. সার্টিফিকেট অনুযায়ী পুরো নাম : মো. দুখু মিয়া।
৩. ডাক নাম (যদি থাকে) : দুখু।
৪. জন্মতারিখ, সাল ও জন্মস্থান : ১ জানুয়ারি ১৯০০, কেশবপুর, রাজশাহী, বাংলাদেশ।
৫. পৈতৃক নিবাস : কেশবপুর, রাজশাহী।
৬. স্থায়ী ঠিকানা : গ্রাম : কেশবপুর, ডাক : কেশবপুর ৩০০২, উপজেলা : কেশবপুর। জেলা : রাজশাহী।
৭. মাতৃনিবাস : চরহরিপুর, রংপুর (অথবা- গ্রাম, ডাক, উপজেলা, জেলা উল্লেখপূর্বক)।
৮. বর্তমান ঠিকানা : বাড়ি ১১, রোড ১১, প্লট ১১, ঢাকা ১১ (অথবা- গ্রাম, ডাক, উপজেলা, জেলা উল্লেখপূর্বক)।
৯. পিতা ও মাতার নাম : পিতা : আরজ মিয়া, মাতা : মরিয়ম বেগম।
১০. স্ত্রী-স্বামীর নাম : স্ত্রী : কুলসুম বেগম।
১১. বড় ক ভাই ক বোন, ছোট ক ভাই ক বোন : বড় ১ ভাই ১ বোন, ছোট ১ ভাই ১ বোন।
১২. কয় ছেলে-মেয়ে : ১ ছেলে, ১ মেয়ে।
১৩. শিক্ষা (প্রতিষ্ঠানের নাম, ডিগ্রির নাম ও সালসহ, ১ম শ্রেণি থেকে সর্বশেষ ক্লাস পর্যন্ত) : ১ম-৫ম শ্রেণি (২০১৫-২০২০), ভুবনডাঙা প্রাথমিক বিদ্যালয়। এসএসসি (২০২০), মালিডাঙা উচ্চ বিদ্যালয়, রাজশাহী। এইচএসসি (২০২০) : ডুবুরি সরকারি কলেজ, রাজশাহী। বিএ অনার্স/স্নাতক (হিব্রু, ২০২০), পল্টন বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্নাতকোত্তর (২০২০) : একই বিষয়, পল্টন বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ।
১৪. পেশা (সর্বশেষ প্রতিষ্ঠানের নাম ও স্থানসহ) : শিক্ষকতা, মরিয়ম হাই স্কুল, বাগাতিপাড়া, নাটোর। অথবা, ব্যাংক (অগ্রণী) কর্মকর্তা, অবসর, পাবনা।
১৫. সম্পাদিত পত্রিকা (কয়টি, প্রথম কত সালে প্রকাশিত, এ-পর্যন্ত কত সংখ্যা বেরিয়েছে) : ১টি। নাম : টিকা। প্রথম প্রকাশ ৩০১৯, প্রকাশিত সংখ্যা ৩টি।
১৬. লেখার বিষয় কি কি : কবিতা, গল্প, প্রবন্ধ-গবেষণা।
১৭. প্রকাশিত গ্রন্থ (সংখ্যা, বিষয় ও প্রকাশসাল উল্লেখপূর্বক) : ৩টি। আলুবিলাস (কবিতা, ২০২০), কারওয়ানবাজার (গল্প, ২০২০), পল্টন (প্রবন্ধ-গবেষণা ২০২০)।
১৮. অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদান : সভাপতি-সম্পাদক, নবডাঙা সাহিত্য পরিষদ। অথবা—দিতে চাই না।
১৯. উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা : পল্টন পুরস্কার (২০২০), কারওয়ানবাজার পুরস্কার (২০২০)। অথবা—নাই।
২০. মোবাইল নাম্বার, ইমেইল ও ওয়েব ঠিকানা (যদি থাকে) : মোবাইল : ০১০০০০০০০০০, ইমেইল : dukhumia@gmaiil.com। ওয়েব : নাই। সোশ্যাল মিডিয়া লিংক : facebook.com/dhukhumia, twitter.com/dhukhumia , ইত্যাদি।
২১. এককপি ছবি : সংযুক্ত করেছি।

* এর বাইরে আলাদা করে আরো তথ্য পাঠাতে পারেন।

Share us

Leave a Reply

Your email address will not be published.