Mrityuvoy - Ahmed-Firoze

মৃত্যুভয় : আহমেদ ফিরোজ

মৃত্যুভয়
আহমেদ ফিরোজ

ঘুমুতে যাবার আগে জেগে ওঠার খাটুনি
অসহ্য হয়ে উঠছে,
আমি আর বেঁচে থাকতে পারছি না
অথচ, আত্মহত্যা কোনো সমাধান নয়;
শুধু কষ্ট আর নিঃসঙ্গতা তাড়া করছে
যন্ত্রণা পাচ্ছি নিজে
তবু বলছি না এ-জীবন চাই না।

পৃথিবীতে আমার মতন সুখী আর কেউ নেই
কখনো এমন সত্যি করে বুঝিনি
আমার ঈশ্বর, স্বর্গীয় বন্ধু, সেও একা
ভীষণ।

একজন মানুষ
স্নেহ আছে
ভালোবাসা আছে
আছে বন্ধুত্ব,
তবু সে জুয়াড়ি
স্বপ্নের কাছে বন্দি।

তৃপ্তিহীন আত্মা
অমৃতেরে দেয় সালাম
আত্মার গহনে গন্ধ ঢালে চিরন্তনতার
শাশ্বত সৌরভ কৌটো করে রাখে সংগোপনে
ভুলে যাওয়া কোনো ধূপদানি জ্বলে রাতভর
অসীমের গহ্বরে অদৃশ্য মায়াজাল যেন উদ্ভ্রান্ত উদ্বাস্তু।

ঘুমুতে যাবার আগে কাগজে বিদায়পত্র লিখি
প্রিয়তমা, নিজেকে মিশিয়ে দিতে চাই বিষাক্ত কালিতে
বাকি আছে তার যতটুকু…

Share us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *