Nasirnagar - Ahmed Firoze

নাসিরনগর : আহমেদ ফিরোজ

নাসিরনগর
আহমেদ ফিরোজ

আমরা যেন ক্রমশ তলিয়ে যাচ্ছি
ডুবে যাচ্ছি
অতলে, নিজস্বতা হারাচ্ছি…

আলাদা বাড়ির রানি, সে আমার কেউ নয়
দারিদ্র্য আরো বেশি রকম পার্থক্য করে দিয়েছে
আধো ঠোঁট খুলে চাপা আবেগ লুকোচ্ছে জ্ঞানীরা
অথচ, প্রকাশ্য দিবালোকে ঘরবাড়ি পুড়ে গেল
হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় নিন্দা-প্রতিবাদ হলো
শুধু নারীর যৌবন-আড়ালবস্ত্র ডাকছে দূর থেকে
ব্লাউজ, ব্লাউজ
তোমার ধর্ম কী?

অরণ্যের নিবিড়তা চায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর
কয়েক ঘণ্টার তাণ্ডবে পুড়ে গেল শত শত মন
ষোলো সালের অক্টোবরের রোববার ফিরে চাই না
শান্তি-সম্প্রীতি আসুক ফিরে
ত্রিশ তারিখে হারানো ধর্মালয় নতুন মডেলে তৈরি হলেও
উগ্র সাম্প্রদায়িক মনোভাবের হুজুগে মানুষ
তোমার ধর্মের নাম কী?
ভূমি, সম্পদ, প্রকৃতি, নাকি বিদ্বেষনামা…

স্থানীয় রাজনীতি ও ধর্মীয়-রাজনৈতিক দুরভিসন্ধি
নিরাপত্তাহীনতার বড় কারণ
উত্তপ্ত আকাশ, উজ্জ্বল নক্ষত্র কিংবা সামাজিক সংহতি
অপরাধ লুকানোর ভাষা নয়
অপরাধীদের শাস্তি ন্যায়বিচারের পরাকাষ্ঠা
কারণ ও প্রকৃতিগত পার্থক্য নয়
নিশ্চিত করতে হবে নিরাপত্তা, আত্মানুসন্ধান;
দেশ পুড়ে গেলে ধর্মের কী দরকার?

Share us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *